kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

স্বাধীনতা দিবসে ময়মনসিংহে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২৭ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার বিভাগীয় শহর ময়মনসিংহে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। সূর্যোদয়ের  সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। পরে একে একে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, ময়মনসিংহ পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) নিবাস চন্দ  মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ  বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

পরে রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ, আনসার ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অতিথিদের সালাম জানিয়ে মার্চপাস্ট করে।

মন্তব্যসাতদিনের সেরা