kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

রাবি আর্কাইভস ও বিদ্যাবার্তার প্রকাশনা উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি    

২৭ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস-ঐতিহ্যকে আর্কাইভে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্য সামনে রেখে আর্কাইভস ও ত্রৈমাসিক একাডেমিক নিউজলেটার বিদ্যাবার্তার প্রকাশনার যাত্রা শুরু হলো। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আর্কাইভস ও বিদ্যাবার্তার উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।  

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ফলক, আর্কাইভস ও মোড়ক উন্মোচন করে বিদ্যাবার্তার প্রকাশনা উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশের অন্যতম বৃহৎ এই বিশ্ববিদ্যালয় ক্রমেই এগিয়ে যাচ্ছে। একে যুগোপযোগী করে আরো এগিয়ে নিতে ৫০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এরই মধ্যে আর্কাইভস প্রতিষ্ঠার মাধ্যমে তার বাস্তবায়নও শুরু হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা