kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

কাদের কেবিনে দেশে ফিরবেন মধ্য এপ্রিলে

নিজস্ব প্রতিবেদক   

২৭ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকাদের কেবিনে দেশে ফিরবেন মধ্য এপ্রিলে

ওবায়দুল কাদের

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গতকাল মঙ্গলবার বিকেলে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। তাঁর রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। আগামী ১৫ এপ্রিল নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে তাঁর ঘনিষ্ঠদের কাছ থেকে জানা গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) এবং নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী গতকাল বিকেলে মেডিক্যাল বোর্ডকে উদ্ধৃত করে হাসপাতাল লবিতে উপস্থিত গণমাধ্যমকর্মী ও ওবায়দুল কাদেরের স্বজনদের সর্বশেষ তথ্য জানান।

মন্তব্যসাতদিনের সেরা