শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে অধ্যক্ষ পদে নিয়োগের জন্য জারি করা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দাখিল করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে অধ্যক্ষ পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
বিচারপতি এম. ইনায়েতুর রহীম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। এ কে এম খোরশেদ আলম নামের এক অভিভাবক এ রিট আবেদন করেছিলেন। তাঁর পক্ষে আইনজীবী ছিলেন এমদাদুল হক। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের গভর্নিং বডির পক্ষে ছিলেন ড. ইউনুছ আলী আকন্দ।
মন্তব্য