kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

উত্তরায় এসি বিস্ফোরণ

স্বামীর পর চলে গেলেন স্ত্রীও

নিজস্ব প্রতিবেদক   

২৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর উত্তরায় এসি বিস্ফোরণে দগ্ধ স্বামীর মৃত্যুর পর মারা গেলেন স্ত্রীও। তাঁর নাম বিলকিস বেবী (৪০)। গতকাল সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল  কলেজ (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে তাঁর স্বামী আলমগীর ভূঁইয়া (৬০) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

গত সোমবার দিবাগত রাতে সোয়া ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি সাততলা ভবনের পঞ্চম তলায় এসির (শীতাতপ নিয়ন্ত্রণ) বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয় এই দম্পতি। দুজনেরই শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়।

আলমগীর ভূঁইয়ার ছোট ভাই তানজিল শাহরিয়ার জানান, শয়নকক্ষে এসি বিস্ফোরণে তাঁর ভাই ও ভাবি দগ্ধ হন। ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, তাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। 

মন্তব্যসাতদিনের সেরা