kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন আল্লামা শফী

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হওয়া সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। গতকাল শুক্রবার রাতে হেফাজতের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

আহমদ শফী বলেন, ‘শুক্রবার মুসলমানদের পবিত্র দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের কাছে অবস্থিত মসজিদ আল নুরে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা বর্বরোচিত। বিশ্ব মুসলিম সম্প্রদায় এ ন্যক্কারজনক ঘটনায় স্তব্দ ও শোকাহত। আমি এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান মসজিদে নামাজরত অবস্থায় এমন কাপুরুষোচিত হামলা কোনো মানুষের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়।’

মন্তব্যসাতদিনের সেরা