kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

শ্রমিক কনভেনশনে চরমোনাই পীর

দুর্নীতির কারণে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক   

১৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুর্নীতির কারণে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না

ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় কনভেনশনে গতকাল বক্তব্য রাখেন সংগঠনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম। ছবি : কালের কণ্ঠ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, রাষ্ট্রীয় এবং দলীয় লুটপাট, দুর্নীতি ও কায়েমি স্বার্থবাদীদের কারণে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। দুর্নীতি বন্ধ না করে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির চেষ্টা দেশের সাধারণ মানুষকে শোষণের নামান্তর।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত জাতীয় শ্রমিক কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে কনভেনশনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাও. এ টি এম হেমায়েত উদ্দীন, মাওলানা গাজী আতাউর রহমান। বক্তব্য দেন আব্দুর রহমান, জান্নাতুল ইসলাম, মুহাম্মদ হারুনুর রশিদ, ক্যাপ্টেন (অব.) ইব্রাহিম, হাফেজ মাও. ছিদ্দিকুর রহমান, মাওলানা মামুনুর রশীদ, ডা. আল আমীন এহসান, অধ্যাপক আব্দুল করীম প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা