kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

কালুখালীতে ট্রাকের চাপায় শিশু নিহত

সড়ক অবরোধ

রাজবাড়ী প্রতিনিধি   

১৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজবাড়ীর কালুখালীতে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইশা নামের আট মাসের একটি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে মাইশার মাসহ আরো তিনজন। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মাইশা ওই ইউনিয়নের পাকশিয়া গ্রামের মো. ইসলাম মণ্ডলের মেয়ে।

জানা গেছে, পাইকারা মোড় এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানকে বেপরোয়া গতির একটি ট্রাক চাপা দেয়।  মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মাইশা। ওই ঘটনার পর বিচারের দাবিতে স্থানীয় লোকজন রাজবাড়ী-কুষ্টিয়া সড়ক অবরোধ করার পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পাংশা হাইওয়ে থানার ওসি এস এম জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

মন্তব্যসাতদিনের সেরা