kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

সিলেটে মাদকের বিরুদ্ধে এপেক্স ক্লাবের সাইকেল শোভাযাত্রা

সিলেট অফিস   

১৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসিলেটে মাদকের বিরুদ্ধে এপেক্স ক্লাবের সাইকেল শোভাযাত্রা

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গতকাল সকালে সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ছবি : কালের কণ্ঠ

বর্ণিল বাইসাইকেল শোভাযাত্রার মাধ্যমে সিলেট নগরে মাদকের বিরুদ্ধে সচেতনতার বার্তা ছড়িয়ে দিলেন নানা বয়সী বাইসাইকেল আরোহী। এ শোভাযাত্রার নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের মেয়রসহ এপেক্স ক্লাবস অব বাংলাদেশের নেতারা। এমন আয়োজনে মুগ্ধ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘সবার সম্পৃক্ততা এই উদ্যোগকে অনেক বেশি কার্যকর করেছে।’

দেশের তরুণসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে গতকাল শুক্রবার সিলেটে মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রার আয়োজন করে এপ্রেক্স ক্লাব অব বাংলাদেশ। সকাল সাড়ে ৯টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় এপেক্সের জাতীয় সভাপতি এম এ কাইয়ুম চৌধুরী, এনআইআরডি এ এফ এম মামুন, পিএনপিএলজি চন্দন দাশ, এপেক্সিয়ান এজাজ আহমদ রনি, ডিস্ট্রিক গভর্নর-৪ ইফতেখার হোসেন মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক বলেন, ‘মাদক সম্পর্কে তরুণসমাজকে বেশি বেশি করে সচেতন করতে হবে। এর ভয়াবহতা তাদের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি মাদক বিক্রি বন্ধে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে সংশ্লিষ্টদের।’

পরে মেয়রের নেতৃত্বে শহীদ মিনারের সামনে থেকে সাইকেল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি নগরের রিকাবীবাজার হয়ে শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট ঘুরে বন্দরবাজার, কাজিটুলা, শাহী ঈদগাহ হয়ে নগরের টিলাগড়ে এমসি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত হয় সমাপণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

দুরন্ত বাইসাইকেল ও সিলেট সাইক্লিন কমিউনিটির সার্বিক সহযোগিতায় আয়োজিত মাদকবিরোধী এই সাইকেল শোভাযাত্রা কার্যক্রমে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালের কণ্ঠ, ডেইলি সান, বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

মন্তব্যসাতদিনের সেরা