kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্র নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত মোটরসাইকেলের চাকা ফেটে এক ছাত্র নিহত ও দুজন সামান্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল বুধবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন বাশিয়া গ্রামে।

নিহত মেহেদী হাসান মবিন (১৯) ব্রাহ্মণখালী গ্রামের শফিউল আলম সুরুজের ছেলে ও ময়মনসিংহ সৈয়দ নজরুল ইসলাম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে মেহেদী একটি পালসার মোটরসাইকেলে বন্ধু সুজনসহ তিনজনকে নিয়ে নিজ এলাকা থেকে দত্তের বাজারের উদ্দেশে যাত্রা করেন। পাশের বাশিয়া গ্রামে যাওয়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটির সামনের চাকা ফেটে তাঁরা দুর্ঘটনায় পড়েন। মেহেদীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্যসাতদিনের সেরা