kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

সিলেটে সিইসি

একটি বড় দল অংশ না নেওয়ায় ভোটার আসেনি

সিলেট অফিস   

১৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়টি স্বীকার করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘প্রথম ধাপে ভোট পড়েছিল ৪৩ দশমিক ৩২ শতাংশ। বড় একটি দল উপজেলা নির্বাচন বয়কট করায় ভোটার আসেনি।’ গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে পঞ্চম উপজেলা নির্বাচন বিষয়ে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্তব্যসাতদিনের সেরা