kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

প্রধানমন্ত্রী আজ মির্জাপুর যাচ্ছেন

টাঙ্গাইল ও মির্জাপুর প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রথমবারের মতো আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার কুমুদিনী কমপ্লেক্সে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের ৮৬তম বর্ষপূর্তি ও রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

প্রধানমন্ত্রী সকাল ১১টায় হেলিকপ্টারযোগে কুমুদিনী হাসপাতাল মাঠে পৌঁছবেন। কুমুদিনী হাসপাতালের প্রধান ফটকে পুলিশের গার্ড অব অনার শেষে কুমুদিনী কমপ্লেক্সে প্রবেশ করবেন তিনি। এরপর কুমুদিনী হাসপাতালের সেবা কার্যক্রম পরিদর্শন শেষে ভারতেশ্বরী হোমসে চার গুণীজন এবং তাঁদের প্রতিনিধির হাতে স্বর্ণপদক তুলে দেবেন। এ স্বর্ণপদক পাচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী (মরণোত্তর), বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (মরণোত্তর), শিল্পী শাহাবুদ্দিন এবং নজরল বিশেষজ্ঞ অধ্যাপক রফিকুল ইসলাম। এ ছাড়া প্রধানমন্ত্রী কুমুদিনী ট্রাস্টের ৮৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তিনি নবনির্মিত মির্জাপুর উপজেলা পরিষদের চারতলা ভবন, মির্জাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও উপজেলা প্রাণিসম্পদ উন্নয়নকেন্দ্রসহ টাঙ্গাইলের ৩১টি উন্নয়নকাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক।

মন্তব্যসাতদিনের সেরা