kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

মহসিন শস্ত্রপাণি মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক   

৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমহসিন শস্ত্রপাণি মারা গেছেন

সাংবাদিক, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক ও বাম রাজনীতিক মহসিন শস্ত্রপাণি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪। গত শনিবার রাত ১২টায় যশোরের কিংস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মহসিন শস্ত্রপাণির জন্ম ঝিনাইদহ জেলার মহেশপুরের কাজীরবেড় গ্রামে ১৯৪৫ সালের ১৯ ডিসেম্বর। তাঁর বাবা সৈয়দ আবদুল মুত্তালিব ও মা জাহানারা খাতুন। তিনি মার্ক্সীয় রাষ্ট্রবিজ্ঞানে দীক্ষিত ছিলেন। যৌবনের শুরুতেই তিনি সামাজিক শোষণ-বঞ্চনার অবসানের জন্য আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন। তিনি ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন ও দলের সাধারণ সম্পাদক সংসদ সদস্য কমরেড ফজলে হোসেন বাদশা মহসিন শস্ত্রপাণির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মন্তব্যসাতদিনের সেরা