kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

ত্রিশালে মনোনয়ন বঞ্চিতরা একমঞ্চে

ইকবালের বিরুদ্ধে মতিন!

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি   

৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেময়মনসিংহের ত্রিশালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, সিনিয়র ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে কেন্দ্র এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর এক সভায় আব্দুল মতিন সরকারকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।

উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী এ এন এম শোভা মিয়া আকন্দ, অ্যাডভোকেট জিয়াউল হক সবুজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাহিদ খান ভোলা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সুহেল মাহমুদ সুমন  প্রমুখ।

 

মন্তব্যসাতদিনের সেরা