kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

চার জেলায় সড়কে নিভল চার প্রাণ

কালের কণ্ঠ ডেস্ক   

৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুড়িগ্রামের চিলমারী, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, ময়মনসিংহের হালুয়াঘাট ও রাজশাহীর গোদাগাড়ীতে আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এ ব্যাপারে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

কুড়িগ্রাম : চিলমারীতে ইটবোঝাই ট্রলিচাপায় শাহানাজ খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে রানীগঞ্জ সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহানাজ সর্দারপাড়া এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুরের বড়দাদপুরে গতকাল রবিবার সকালে বাসচাপায় মোসলেম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মোসলেম নওগাঁর পোরশার মহাডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

ফুলপুর (ময়মনসিংহ) :  হালুয়াঘাট মহাসড়কের গোয়াতলা নামক স্থানে ট্রাকচাপায়  মোটরসাইকেল আরোহী লিটন মিয়া (২৩) নিহত হয়েছেন। তিনি ফুলপুরের কাতুলী গ্রামের আব্দুর রশীদের ছেলে।

রাজশাহী : গোদাগাড়ীতে ট্রলি উল্টে কাঠের গুঁড়ির নিচে চাপা পড়ে চালক রুবেল হোসেন (৩০) নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মন্তব্যসাতদিনের সেরা