kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

রাজশাহী বিশ্ববিদ্যালয়

হত্যার হুমকি পেলেন আরো এক শিক্ষক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে ফোনে হত্যার হুমকির দেওয়ার তিন দিনের মাথায় হুমকি দেওয়া হলো আরো এক শিক্ষককে। শনিবার সন্ধ্যায় সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক জুলফিকার আলী ইসলামকে সর্বহারা পরিচয়ে ফোন করে প্রথমে চাঁদা দাবি ও পরে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় থানায় জিডি (জিডি নম্বর-৯৩) করেছেন ওই শিক্ষক। জিডিতে বলা হয়, ‘শনিবার সন্ধ্যার পর অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। ফোন ধরতেই ওপাশ থেকে একজন সর্বহারা দলের স্বপন কুমার বলে পরিচয় দেয়। সে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। ০১৮৪৫৯৪০৭৭৬ নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে বলে। এতে অস্বীকৃতি জানালে স্বপন আমাকে হত্যার হুমকি দেয়। পরে আমার পক্ষে যত টাকা দেওয়া সম্ভব, তত দিলেই ছেড়ে দেওয়া হবে বলে ফোন কেটে দেয়।’

মতিহার থানার ডিউটি অফিসার পিএসআই মো. আল মামুন বলেন, ‘এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোতাছিম বিল্লাহ ও দর্শন বিভাগের শিক্ষক আমিনুল ইসলামকেও একই ফোন নম্বর থেকে একই কায়দায় হুমকি দেওয়া হয়। একের পর এক শিক্ষকদের হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকরা।

মন্তব্যসাতদিনের সেরা