kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

বাল্যবিয়ে বন্ধ করে কাজি ও কনের বাবাকে দণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর এলাকায় নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। এ সময় বর ও কনে দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিয়ের কাজি মাহমুদুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে মাহমুদপুর এলাকায় বরের মামাবাড়িতে বাল্যবিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হন পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ কৌশলে পালিয়ে যায়। পরে কাজি ও কনের বাবাকে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের মা-বাবার কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়।

মন্তব্যসাতদিনের সেরা