kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

বাম গণতান্ত্রিক জোট

বিক্ষোভ-ঘেরাওসহ দুই মাসের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   

২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলুন’—এই স্লোগান সামনে রেখে শিল্পাঞ্চলে শ্রমিক জনসভা, দুদক অভিমুখে বিক্ষোভ-ঘেরাওসহ মার্চ ও এপ্রিল মাসে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল মঙ্গলবার জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়।

বাম জোটের সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্ক্সবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্ত্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউসিবিএলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, সাজ্জাদ জহির চন্দন, কাফী রতন, রুহীন হোসেন প্রিন্স, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন প্রমুখ।

কর্মসূচির মধ্যে রয়েছে সভার-আশুলিয়াসহ গার্মেন্ট শিল্পাঞ্চলে হাজার হাজার শ্রমিকের নামে মামলা দায়ের এবং ১১ হাজার শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, দুর্নীতির রাঘব বোয়াল ও অর্থ পাচারকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ৫ মার্চ দুদক কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল এবং মার্চ-এপ্রিল মাসজুড়ে সারা দেশে বিভাগীয় শহর ও জেলায় জেলায় জনসভা-সমাবেশ।

মন্তব্যসাতদিনের সেরা