kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

আজও বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক   

১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপশ্চিমা লঘুচাপের প্রভাবে আজ সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে গতকাল রবিবারের চেয়ে কম। রাজশাহী, সিলেট ও কুমিল্লা অঞ্চলে গতকাল শিলাবৃষ্টি হয়েছে। তবে আজ কোথাও শিলাবৃষ্টি হওয়ার শঙ্কা নেই। আগামীকাল মঙ্গলবার আবহাওয়ার উন্নতি ঘটতে পারে। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাজধানীতে ২৭ মিলিমিটার। এই বৃষ্টিতে ঢাকার অধিকাংশ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। নিম্নাঞ্চলে পানি জমে যাওয়ায় অফিসগামী অনেককে দুর্ভোগে পড়তে হয়। গতকাল ঢাকার পাশাপাশি দেশের বেশ কিছু স্থানে বৃষ্টি হয়েছে। আবহাওয়া কর্মকর্তা ওমর ফারুক বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বেশ কিছু স্থানে আজও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে পরিমাণে কমে আসবে। মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, লঘুচাপের প্রভাবে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে আজ সোমবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

মন্তব্যসাতদিনের সেরা