kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

এইচএসসির কেন্দ্র পরিবর্তন চায় ভালুকা সরকারি কলেজের পরীক্ষার্থীরা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআগামী এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সম্প্রতি বিক্ষোভ মিছিল করেছে ভালুকা সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া একই দাবিতে ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ কামালের কাছে স্মারকলিপি দিয়েছে তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছর ভালুকা সরকারি কলেজ থেকে ৮৭৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। প্রতিবছরই এ কলেজের শিক্ষার্থীদের সোনার বাংলা ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হয়। ভালুকা উপজেলার বাটাজোর গ্রামে সোনার বাংলা ডিগ্রি কলেজ অবস্থিত। উপজেলা সদর থেকে এ কলেজের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকায় পরীক্ষার্থীদের প্রথমে বাসে করে উপজেলার সিডস্টোরে যেতে হয়। পরে সেখান থেকে অটোরিকশা বা অন্য কোনো যানবাহনে করে কেন্দ্রে যেতে হয়। কিন্তু কেন্দ্রে যাওয়ার সড়কটির অবস্থা খুব খারাপ। শুকনো মৌসুমেই সিডস্টোর থেকে বাটাজোর পর্যন্ত যেতে ৪৫ থেকে ৫০ মিনিট সময় লাগে। বৃষ্টির দিনে অবস্থা আরো খারাপ হয়। সড়কের দুরবস্থার কারণে মাঝেমধ্যেই পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে উপস্থিত হতে পারে না। তা ছাড়া বাটাজোর গ্রামে থেকে পরীক্ষা দেওয়ার মতো অবস্থা অনেকেরই নেই। তাই পরীক্ষার্থীদের দাবি কেন্দ্রটি পরিবর্তন করা হোক।

এ ব্যাপারে ব্যবস্থা নিতে ঢাকা শিক্ষা বোর্ড বরাবর আবেদন করা হয়েছে বলে জানান ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রউফ। উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘ভালুকা সরকারি কলেজের শিক্ষার্থীদের দিকটা বিবেচনা করে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় বা আশপাশের কোথাও ভেন্যু করে তাদের পরীক্ষা নেওয়া উচিত।’

ইউএনও কামাল বলেন, ‘তাদের (পরীক্ষার্থীদের) যুক্তিসংগত দাবি মেনে নেওয়ার সুপারিশ করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।’ এমপি ধনু বলেন, ‘ভালুকা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দাবি যৌক্তিক। বিশেষ বিবেচনায় হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত তাদের দাবি মেনে নেওয়া।’

মন্তব্যসাতদিনের সেরা