kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

চাঁদপুরে শিক্ষামন্ত্রী

জামায়াত নতুন নামে পুরনো রূপে ফিরলে ভাবনার বিষয়

চাঁদপুর প্রতিনিধি   

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজামায়াতে ইসলামী একটি জঙ্গিবাদী সংগঠন। সংগঠনটি নতুন নামে পুরনো রূপে ফিরে আসে কি না, তা খতিয়ে দেখার বিষয়। নতুন নামে পুরনো চরিত্রে ফিরলে ভাবনার বিষয়।

গতকাল শনিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। মুক্তিযুদ্ধকালে ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া নিয়ে সংগঠনটির সাবেক নেতা আব্দুর রাজ্জাকের বক্তব্য প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে দীপু মনি বলেন, রবীন্দ্র চেতনা ও ভাবনার মধ্য দিয়ে বাঙালি তার আত্মপরিচয়ের বিকাশ ঘটিয়েছে। মুক্তিযোদ্ধাদের দারুণ প্রেরণা জুগিয়েছে এ চেতনা-ভাবনা।

মন্তব্যসাতদিনের সেরা