kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

মোরেলগঞ্জে ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি   

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাগেরহাটের মোরেলগঞ্জে ইমন মোল্লা নামের এক মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে চণ্ডীপুর গ্রামের নূরানী মাদরাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রেমঘটিত বিরোধের জেরে ইমনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সে ওই গ্রামের মামুন মোল্লার (মৃত) ছেলে ও চণ্ডীপুর দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র। 

এদিকে পুলিশ ওই ঘটনায় চারজনকে আটক করেছে।

এ ব্যাপারে চণ্ডীপুর দাখিল মাদরাসার শিক্ষক সরোয়ার হোসেন, মাহমুদুল হাসানসহ ইমনের একাধিক প্রতিবেশী বলেন, চণ্ডীপুর গ্রামের আয়েশার (ছদ্মনাম) সঙ্গে ইমনের এক বন্ধুর প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েটির বাড়িতে তার কয়েকজন আত্মীয় বেড়াতে আসেন। ওই আত্মীয়দের ছেলেদের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে ইমন ও তার ওই বন্ধুর সঙ্গে আয়েশা এবং তার ফুফাতো ভাইয়ের কথা-কাটাকাটি হয়। পরে ইমন ও তার বন্ধু সেখান থেকে চলে যায়। রাত ১০টার দিকে তারা মাহফিল শুনছিল। এ সময় মোবাইল ফোনে একটি কল পেয়ে তারা মাহফিল থেকে বের হয়ে আসে। এ সময় কয়েকজন ইমনের বুকে ও হাতে ছুরিকাঘাত

করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মন্তব্যসাতদিনের সেরা