kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত

রংপুর অফিস   

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত

রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘির ফতেহপুরে মিলাদ ও দোয়া মাহফিল এবং কবর জিয়ারতের মধ্য দিয়ে গতকাল শনিবার বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ সময় এম এ ওয়াজেদ মিয়ার নিকটাত্মীয়, পরিবারের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি তাঁর জন্মস্থান পীরগঞ্জে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ ১৪ দলের শরিক সংগঠন এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্মৃতিচারণা, দোয়া-মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করে।

এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফতেহপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

মন্তব্য