kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে নোয়াব নেতাদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক   

১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে নোয়াব নেতাদের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ সংবাদপত্র ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা গতকাল প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সংবাদপত্র ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) নেতারা গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে নোয়াব নেতারা সংবাদপত্র শিল্পের বিদ্যমান সমস্যা তুলে ধরেন। উপদেষ্টা সালমান এফ রহমান সমস্যাগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।

নোয়াব নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পপতি ও সমকাল প্রকাশক এ কে আজাদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ইনডিপেনডেন্ট সম্পাদক এম শামসুর রহমান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও নিউএজের প্রকাশক আ স ম শহীদুল্লাহ খান।

মন্তব্য