kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গতকাল বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে গাজীপুর সদরের শিরিরচালা এলাকার ইভিন্স টেক্সটাইলসের শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে ওই মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

শ্রমিকরা জানায়, কর্তৃপক্ষ হেলপারদের ন্যূনতম বেতন আট হাজার ৩০০ টাকা ঘোষণা করলেও তা দিচ্ছে না। শ্রমিকরা হাজিরা বোনাস ও নৈশভাতা বাড়ানো, সরকারি ও বার্ষিক অর্জিত ছুটি, টিফিন বিল, প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ১-২ তারিখে প্রদানসহ বিভিন্ন দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। গত শনিবারও তারা একই দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করে। দাবি না মানায় গতকাল রবিবারও তারা আন্দোলনে নামে।

জয়দেবপুর থানার পরিদর্শক মো. আলী জিন্নাহ ও সদর উপজেলা হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এতে ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

মন্তব্যসাতদিনের সেরা