kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

সেচের পানি নিয়ে বিবাদের জের ধরে জখম দুই শিশু

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফসলি ক্ষেতে সেচের পানির বণ্টন নিয়ে দুই পরিবারে বিবাদ হয়েছিল। তারই জেরে হামলায় মারাত্মক জখম হয়েছে হূদয় (১৩) ও অন্তর (১০) নামে দুই শিশু। ঘটনাটি গৌরীপুর উপজেলার মাইলাকান্দা ইউপির কালিহর গ্রামের। আহত শিশু ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন।

স্থানীয় সূত্র জানায়, আহত দুই শিশু কালিহর গ্রামের কৃষক সাইদুল ইসলামের ছেলে। শনিবার দুপুরে সাইদুল নিজের জমিতে সেচের পানি নিতে গেলে বাধা দেন প্রতিবেশী নেকবর আলী। এ নিয়ে বাগিবতণ্ডা হয়। বিকেলে সাইদুলের ছেলে হূদয় ও অন্তর গোবিন্দপুর বাজারে গেলে হামলার শিকার হয়। নেকবর আলী দুই ছেলে মনজুল ও সায়মনকে নিয়ে কুপিয়ে জখম করেন সাইদুলের ছেলেদের। পরে তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সকরা হূদয়কে গত রবিবার রাতে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি হূদয়ের চেতনা ফেরেনি বলে স্বজনরা জানিয়েছে।

গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা জানান, ঘটনার ব্যাপারে তিনি কিছুই অবগত নন। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য