kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

এনএসইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক   

২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাব প্রতিবছরের মতো এবারও দেশের অত্যন্ত অঞ্চলের শীতার্ত পরিবারগুলোর মধ্যে কম্বল বিতরণ করেছে। ঠাকুরগাঁওয়ের কুমারপুর ও ভুল্লী এলাকায় গতকাল সোমবার ক্লাবের ২০ জন সদস্য সেখানে গিয়ে ৯০০ কম্বল বিতরণ করেছেন।

ভুল্লী এলাকার আজিজনগরের আজিজুল হক খোকা স্মৃতি সংসদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য মো. রওশনুল হক তুষার।

সংগঠনটির সভাপতি তাসনিনা মম বলেন, ‘আমাদের সংগঠনের সদস্যরা বছরজুড়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজে নিজেদের আত্মনিয়োগ করেন। আগামী দিনেও এ রকম আরো জনসাধারণমূলক কাজে অংশগ্রহণ করার যথাসাধ্য চেষ্টা করবে আমাদের সংগঠন’।

 

 

মন্তব্যসাতদিনের সেরা