kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক   

২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডাক ও টেলিযোগাযোগ বিভাগ, সমাজকল্যাণ ও সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন সচিব দেওয়া হয়েছে। জনপ্রশাসনে আরো কয়েকটি রদবদলসহ গতকাল রবিবার এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাসকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ সচিব শ্যাম সুন্দর সিকদার সম্প্রতি অবসরোত্তর ছুটিতে গেছেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিনও অবসরোত্তর ছুটিতে গেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালকে দেওয়া হয়েছে এ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজকে সমাজকল্যাণের সচিব পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া আরো দুই কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিপিটিইউর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ আলকামা সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা