kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

১৪ দলের অবস্থান সুরক্ষার তাগিদ ওয়ার্কার্স পার্টির

নিজস্ব প্রতিবেদক   

২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় নির্বাচনের বিজয় সুরক্ষায় ১৪ দলের অবস্থান সুরক্ষিত করতে জাতীয় সংসদে এযাবৎকালের অবস্থান বহাল রাখার ঘোষণা দিয়েছে ওয়ার্কার্স পার্টি।

গতকাল রবিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় এসংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হয়। এতে বলা হয়েছে, ‘সম্প্রতি ১৪ দলের প্রাসঙ্গিতা ও অবস্থান নিয়ে কিছু বিভ্রান্তিমূলক বক্তব্য এসেছে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি স্পষ্টভাবে মনে করে, ২০০৪ সালে যেসব ভিত্তিতে ১৪ দল গঠিত হয়েছিল, তার মূল বিষয়গুলো এখনো প্রাসঙ্গিক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল নিরঙ্কুশ বিজয় লাভ করলেও মৌলবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধী শক্তির তৎপরতা অব্যাহতভাবে বিদ্যমান।

মন্তব্যসাতদিনের সেরা