kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

বৈষম্যহীন দক্ষিণ এশিয়া গড়ে তুলতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   

২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবৈষম্যহীন দক্ষিণ এশিয়া গড়ে তুলতে মানববন্ধন

বৈষম্যহীন দক্ষিণ এশিয়া গড়ার আহ্বান জানিয়ে গতকাল শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে সাউথ এশিয়ান অ্যালায়েন্স ফর পোভার্টি ইরাডিকেশনের (স্যাপি) বাংলাদেশ চ্যাপ্টার। ছবি : কালের কণ্ঠ

সাউথ এশিয়ান অ্যালায়েন্স ফর পোভার্টি ইরাডিকেশনের (স্যাপি) বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ‘বৈষম্যহীন দক্ষিণ এশিয়া গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হই’ শীর্ষক কর্মসূচি পালন হয়েছে। গতকাল রবিবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

স্যাপির বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সদস্য ও  বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) নির্বাহী পরিচালক রোকেয়া কবীর। বক্তব্য দেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ডা. রশিদ-ই-মাহবুব, শ্রমিক নেতা আবুল হোসেন, ইনসিডিন বাংলাদেশের পরিচালক মুশতাক আলী, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আইইডির নির্বাহী পরিচালক নূমান আহম্মেদ খান, আদিবাসী নেতা দীপায়ন খীসা, অক্সফাম প্রতিনিধি মঞ্জুর রশীদ, বিএনপিএসের শাহনাজ সুমী প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা