kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

রংপুরে বাণিজ্যমন্ত্রী

ছয় মাসের মধ্যে বাণিজ্য উন্নয়ন দৃশ্যমান হবে

রংপুর অফিস   

১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী ছয় মাসের মধ্যে বাণিজ্য খাতের উন্নয়ন দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তা ছাড়া রংপুর অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করতে বলেছেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে রংপুরসহ দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

গত বুধবার রাতে রংপুর প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গের স্থলবন্দরগুলো ব্যবহার করে শুধু রপ্তানি নয়, আমাদের পণ্যের ক্ষেত্রে উন্নতি করতে পারে এমন সব কাঁচামাল আমদানির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা