শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি
এনটিভির বিশেষ প্রতিনিধি আহমেদ পিপুল এবং ফিনল্যান্ড প্রবাসী পর্যটক ও আলোকচিত্রী তানভীর অপুর যৌথ আলোকচিত্র প্রদর্শনী ‘দেশ-বিদেশ’ শুরু হবে আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল আর্ট গ্যালারিতে বিকেল ৫টায় এ প্রদর্শনী উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। আহমেদ পিপুল দেড় দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও পিপুলের নেশা ঘুরে বেড়ানো। ফ্রেমে বন্দি করেছেন বেশ কিছু মুহূর্ত।
তানভীর অপু থাকেন ফিনল্যান্ডের হেলসিংকিতে। তবে ঘুরে বেড়িয়েছেন ৬৫টি দেশের সাড়ে ছয় শরও বেশি শহরে। দেখেছেন বিশ্বের নানা দুর্গম জায়গা।
মন্তব্য