বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১
‘অন্যায় করব না, অন্যায় হতে দেব না’ বলে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শপথ করালেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।
গতকাল বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী এ শপথ করান।
এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আমি নিজেও কোনো অন্যায় করব না, ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে অন্যায় করতে দেব না। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার সময় এই ওয়াদা করেই দায়িত্বভার গ্রহণ করেছি। ধর্ম মন্ত্রণালয়ের মতো পবিত্র একটি মন্ত্রণালয়কে অপবিত্র করার কোনো সুযোগ দেওয়া হবে না। বর্তমান সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতা রক্ষার্থে সততার সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে চাই।’
মন্তব্য