kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

ভিকারুননিসায় দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক   

১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবৈধভাবে শিক্ষার্থী ভর্তির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সকাল সোয়া ১১টার দিকে দুদকের একটি দল ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়।

জানা গেছে, গত ডিসেম্বর মাসে প্রথম শ্রেণির লটারিতে ভর্তি কার্যক্রম শেষ হয়। এরপরও মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে গত মঙ্গলবার নতুন করে ভর্তি কার্যক্রম শুরু করে স্কুল কর্তৃপক্ষ। দুদকের কাছে এমন অভিযোগ আসার পর গতকাল অভিযান চালানো হয়।

অবৈধভাবে ভর্তির এই অভিযোগ দুদকের হট লাইনে (১০৬) কে বা কারা জানালে তাত্ক্ষণিক অভিযানে যায় দুদক। তবে হাতেনাতে শিক্ষার্থী ভর্তির প্রমাণ মেলেনি বলে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা