kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

১০০ দিনের মধ্যে সিলেট হবে ডিজিটাল

সিলেট অফিস   

১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী ১০০ দিনের মধ্যে ‘ডিজিটাল সিলেট’ ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছেন নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পর্যটনক্ষেত্রে সিলেটকে এগিয়ে নেওয়া এবং নগরকে ভিক্ষুকমুক্ত করতে চান তিনি। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘যাঁরা মন্ত্রিসভা থেকে চলে গেছেন তাঁরা কিন্তু সবাই সফল হয়েছেন। তাঁরা সফল হয়েছেন বলেই দেশে এত উন্নয়ন হয়েছে।’ গতকাল বুধবার সিলেটে একাধিক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।

সকালে নগরের জেলা পরিষদ মিলনায়তনে পরিষদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুত্ফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল হক, সিলেট জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে ১০০ দিনের মধ্যে ডিজিটাল সিলেট ব্যবস্থা চালুর ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্তব্যসাতদিনের সেরা