সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১
অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মুখে সাময়িক বরখাস্ত করা হয়েছে সরকারের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির কর্মকর্তা মো. আবজাল হোসেনকে। রবিবার এসংক্রান্ত একটি আদেশ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা, যা গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে পৌঁছায় বলে অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার সূত্র নিশ্চিত করেছে।
আদেশে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও বিভিন্ন সংবাদমাধ্যমে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮’-এর ১২ বিধি মোতাবেক তাঁকে সাময়িক বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, আবজাল একসময় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত ছিলেন। তাঁকে ঢাকার বাইরে বদলি করা হয়েছিল। তবে নানা প্রভাবে আবার তিনি মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা ফিরে এসে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির প্রশাসন কর্মকর্তা হিসেবে চাকরি করতে থাকেন।
মন্তব্য