kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

আহমদ শফীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ড. কামালের

নিজস্ব প্রতিবেদক   

১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর নারীশিক্ষাবিরোধী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান তাঁরা।

বিবৃতিতে তাঁরা বলেন, ‘আহমদ শফী নারীবিদ্বেষী, স্বাধীনতার চেতনাবিরোধী ও সংবিধানবিরোধী। এই ফতোয়াবাজ ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

বিবৃতিতে তাঁরা আরো বলেন, ‘আহমদ শফী ধর্মের অপব্যাখ্যা করে মনগড়া ফতোয়া দিয়ে দেশ ও সমাজকে আলো থেকে অন্ধকারে নিতে চান।’ আহমদ শফীর নারীশিক্ষাবিরোধী ফতোয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানান তাঁরা।

মন্তব্যসাতদিনের সেরা