kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

চট্টগ্রামে গাউছুল আজম কনফারেন্স

হেদায়েতের বিপ্লবে আধ্যাত্মিকতার পুনর্জাগরণ প্রয়োজন

১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহেদায়েতের বিপ্লবে আধ্যাত্মিকতার পুনর্জাগরণ প্রয়োজন

চট্টগ্রাম লালদিঘী ময়দানে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর। ছবি : কালের কণ্ঠ

আধ্যাত্মিকতার সোনালি পথে মেলে হেদায়েতের অমৃত সুধা। দৃষ্টিজুড়ে ভেসে ওঠে রাসুলে খোদা, তবে দূর হয় ইহ-পরকালের সমস্ত দ্বিধা। সুন্নতে রাসুলের অলংকারে হয় জীবনের সবটুকু অলংকৃত। আখিরাতে হবে খোদায়ীভাবে পুরস্কৃত। এভাবে অর্জিত হবে আশরাফুল মাখলুকাতের সত্যিকারের স্বীকৃতি। সৃষ্টিজুড়ে সূচিত হয় মানবতা প্রতিষ্ঠার অনুভূতি।

গতকাল সোমবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের মোর্শেদ আওলাদে রাসুল আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী এসব কথা বলেন।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ছায়েফ উল্ল্যা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ, অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর, সহযোগী অধ্যাপক ড. জালাল আহমদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুল ইসলাম সরকার, এলবিয়ন গ্রুপের উপদেষ্টা মো. নেজাম উদ্দীন ও মদিনা গ্রুপের চেয়ারম্যান আবু মোহাম্মদ।

কনফারেন্সে আরো বক্তব্য দেন মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকি, মোহাম্মদ আশেকুর রহমান, বদিউল আলম আহমদী, এমদাদুল হক মুনিরী, মুহাম্মদ সেকান্দর আলী ও মুহাম্মদ ফোরকান। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্যসাতদিনের সেরা