kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

ভোলায় তোফায়েল আহমেদ

বিএনপি সংসদে না এলে আবার ভুল করবে

ভোলা প্রতিনিধি   

১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বিএনপি সংসদে না এলে আবারও ভুল করবে। সংখ্যায় যতই কম হোক না কেন, বিএনপির সংসদে আসা উচিত। গতকাল সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার জংশন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবস্থা প্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি যতই পুনর্নির্বাচনের দাবি করুক, এটা বাস্তবসম্মত না। এটা কখনোই হবে না।’ তিনি বলেন, ‘বিএনপি একটি অস্বাভাবিক অবস্থায় জন্মগ্রহণ করেছিল। সামরিক স্বৈরশাসনের মধ্য দিয়ে একটি দল হয়েছে। সেই দল রাজনীতিতে টিকতে পারে না। আস্তে আস্তে সেই দল ক্ষয়িষ্ণু পথে এগিয়ে যাচ্ছে।’

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু বিএনপি অর্থের বিনিময়ে লন্ডনে বসে যে মনোনয়ন দিয়েছে, যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের ১০ বছর মানুষের সঙ্গে কোনো সংযোগ ছিল না।’

মন্তব্যসাতদিনের সেরা