kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

‘বাঘের ওপর টাগ’

চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন সেই জেলে

বাগেরহাট প্রতিনিধি   

১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে যাওয়া জেলে মাসুম হাওলাদার (৩০) হাসপাতালে ১২ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গতকাল সোমবার বিকেলে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফিরলেও মাসুমের বাঘ আতঙ্ক এখনো কাটেনি। এখনো ঘুমের ঘোরে বাঘ বাঘ বলে চিৎকার করে ওঠে মাসুম।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, বাঘের হামলায় আহত মাসুমকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়েছে। আগামী এক সপ্তাহ পরে আবারও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরামর্শ দেওয়া হয়েছে। মাসুম হাওলাদার বাগেরহাটের শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে।

মাসুম হাওলাদার বলেন, ‘বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে যাব ভাবিনি। এখনো শরীরের বিভিন্ন স্থানে বাঘের দাঁত ও নখের সেই ক্ষতচিহ্ন রয়েছে। শরীরের ব্যথা কিছুটা কমলেও মনের ভয় কমেনি।’

মন্তব্যসাতদিনের সেরা