শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার উত্তর সন্ন্যাসীভিটা গ্রামের একটি ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম সোহাগ মিয়া (১৭)। সে উপজেলার উত্তর সন্ন্যাসীভিটা গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং ট্রলির হেলপার হিসেবে কাজ করত।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় সোহাগ একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়। পরে সন্ন্যাসীভিটা বাজারে ফরহাদের চায়ের দোকানে চা পানের সময় আরো একটি ফোন পেয়ে সেখান থেকে সে চলে যায়। রাতে আর বাড়ি ফেরেনি।
এদিকে রাতে সোহাগের মোবাইল ফোনে কল দিয়ে তার পরিবারের লোকজন ফোনটি বন্ধ পায়। পরবর্তী সময়ে খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল উত্তর সন্ন্যাসীভিটা গ্রামে ধানক্ষেতে গলাকাটা অবস্থায় সোহাগের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহাগের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা ইউসুফ আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মন্তব্য