kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

অপরাধ কমছে নড়াইল এক্সপ্রেসের সিসি ক্যামেরায়

নড়াইল প্রতিনিধি   

১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠতম বাসস্থান—এই ব্রত নিয়ে কাজ শুরু করা ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ এবার হাত দিয়েছে জেলার নিরাপত্তাব্যবস্থা জোরদারকরণের কাজে। এর অংশ হিসেবে ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইল সদর এবং লোহাগড়া পৌর এলাকায় বসানো হয়েছে একাধিক ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ। স্থানীয়রা বলছে, এ উদ্যোগের ফলে ছিনতাই, ইভ টিজিং কিংবা মোটরসাইকেল চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ড এরই মধ্যে কমতে শুরু করেছে।

‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু বাংলাদেশ জাতীয় ক্রিকেটদলের (ওয়ানডে) অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার হাত ধরে। শুরু থেকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ নিয়ে কাজ করছে সংগঠনটি।

সিসি টিভি ক্যামেরা বসানোর উদ্যোগ সম্পর্কে স্থানীয় নারী নেত্রী আঞ্জুমান আরা বলেন, ‘শহরের বিভিন্ন পয়েন্টে বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে প্রতিনিয়ত ইভ টিজিংয়ের ঘটনা ঘটত। এখন তা কমতে শুরু করেছে। আর এটা সম্ভব হয়েছে মাশরাফি ও তাঁর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জন্য।’

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ডাওয়া’-এর সঙ্গে মাসদুয়েক আগে ফাউন্ডেশনের একটি চুক্তি হয়। ওই চুক্তির অধীনে নড়াইল শহর ও লোহাগড়ার ২৪টি পয়েন্টে বসানো হয় ৫৮টি সিসি টিভি ক্যামেরা।

স্থানীয় বাসিন্দা হেফজুর রহমান খুশবু বলেন, ‘এতে অপরাধ অনেক কমবে। তবে সুফল পুরোপুরি পেতে হলে পুলিশকে অবশ্যই ঘটনা পর্যবেক্ষণ করে তাত্ক্ষণিক ব্যবস্থা নিতে হবে।’

নড়াইল প্রেস ক্লাবের সহসভাপতি এম মুনীর চৌধুরী জানান, ‘এখন শহরে মোটরসাইকেল চুরি প্রায় বন্ধ হয়ে গেছে।’ জেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত লাকি খানম বলেন, ‘সিসি টিভি ক্যামেরা লাগানোয় সদর হাসপাতালে দালালের দৌরাত্ম্য কমেছে। আশা করি, পুরো এলাকা এই ক্যামেরার আওতায় আসবে।’

মন্তব্য