kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে দুজন নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   

১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিজিবির দাবি, নিহতরা ইয়াবা কারবারে  জড়িত। বিজিবির সঙ্গে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে হ্নীলা ইউনিয়নের নাফ নদের তীরে আনোয়ার প্রজেক্টে এ গোলাগুলির ঘটনা ঘটে।

বিজিবির ভাষ্য, গতকাল ভোরে একদল ইয়াবা পাচারকারী নাফ নদ সাঁতরে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। থামার নির্দেশ দিলে তারা বিজিবি টহল দল লক্ষ্য করে গুলি করে। বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে দুই ব্যক্তির মরদেহ, বিপুল পরিমাণ ইয়াবা ও  গুলির খালি খোসা পাওয়া যায়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বলেন, ‘সীমান্তে ইয়াবা পাচারকারীদের সঙ্গে বিজিবি টহলদলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দুই পাচারকারী নিহত হয়। ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা