kalerkantho

প্রবাসীদের ভোটার করা

এপ্রিলে সিঙ্গাপুর এরপর দুবাইয়ের বাংলাদেশিরা

বিশেষ প্রতিনিধি   

১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে যাচ্ছে। প্রথমে আগামী এপ্রিল মাসে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করা হবে। তাঁদের জাতীয় পরিচয়পত্রও দেওয়া হবে। এ বিষয়ে প্রস্তুতিমূলক কাজের অংশ হিসেবে পাঁচ-সাত দিনের মধ্যেই কমিশনের একটি কারিগরি দল সে দেশে যাচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিঙ্গাপুরে এ প্রকল্প সফল হলে দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার উদ্যোগ নেওয়া হবে।

ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠ’র এক প্রশ্নের জবাবে বলেন, ‘নির্বাচন কমিশন গত বছরের ১৯ এপ্রিল প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান ও ভোটাধিকার প্রয়োগ বিষয়ে একটি সেমিনার করে। সেমিনারে প্রস্তাব আসে প্রবাস থেকে বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা না করা গেলেও অন্তত দ্রুত জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ওই প্রক্রিয়া তখন শুরু করা যায়নি। আজ (গতকাল) বিষয়টি নিয়ে আমরা বৈঠক করেছি। পরিকল্পনা হয়েছে প্রথমে সিঙ্গাপুরে এ বিষয়ে একটি পাইলট প্রকল্প শুরু করা হবে। এ প্রকল্পের মাধ্যমে আগামী এপ্রিলেই সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশিদের ভোটার করা শুরু হবে। এরপর দুবাইয়ে এ প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।’

আরেক প্রশ্নে সচিব বলেন, ‘যাঁদের ভোটার করা হবে তাঁরা অবশ্যই জাতীয় পরিচয়পত্র পাবেন। তবে তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা সিঙ্গাপুর থেকে তাঁদের বায়োমেট্রিক্স ফিচার (আঙুলের ছাপ, আইরিশ বা চোখের কণিকা) সংগ্রহ করব। পরিচয়পত্র প্রস্তুত হবে দেশেই। পরে সেগুলো সেখানে পাঠিয়ে বিতরণের ব্যবস্থা করা হবে।’

মন্তব্য