kalerkantho

শুক্রবার । ১০ আশ্বিন ১৪২৭ । ২৫ সেপ্টেম্বর ২০২০। ৭ সফর ১৪৪২

বিদেশমুখী চিকিৎসা কমানোর প্রতিশ্রুতি দিলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা কমাতে দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর জনগণের আস্থাকে আরো মজবুত করতে সরকার কাজ করবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) শহীদ মিলন হল মিলনায়তনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন। গত কয়েক বছরের মতোই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে রেখে (১০ জানুয়ারি) গতকাল বৃহস্পতিবার থেকে একযোগে সারা দেশে এমবিবিএস ও বিডিএস ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্যসাতদিনের সেরা