kalerkantho

শুক্রবার । ১০ আশ্বিন ১৪২৭ । ২৫ সেপ্টেম্বর ২০২০। ৭ সফর ১৪৪২

হাবিপ্রবি সংকট

উপাচার্যসহ শতাধিক শিক্ষক অবরুদ্ধ

দিনাজপুর প্রতিনিধি   

১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্যাম্পাসের অচলাবস্থা নিরসনের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্যসহ শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। শেষ খবর (গতকাল রাতে) পাওয়া পর্যন্ত শিক্ষকরা প্রশাসনিক ভবনে অবরুদ্ধ ছিলেন।

মাস তিনেক ধরে হাবিপ্রবি ক্যাম্পাসে আন্দোলন চলছে। নানা দাবিতে আন্দোলন করছে ‘প্রগতিশীল শিক্ষক ফোরাম’। বর্ধিত বেতনের দাবিতে আন্দোলন করছেন ৫৭ জন সহকারী অধ্যাপকও। এ আন্দোলনের মুখে প্রায় এক মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ক্যাম্পাস খোলে। আর ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত রবিবার থেকে। কিন্তু তা না হওয়ায় সংকট নিরসনে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা।

এদিকে উপাচার্য অধ্যাপক ড. মু আবুল কাসেম গতকাল সকাল ১১টায় প্রশাসনিক ভবনে প্রগতিশীল শিক্ষক ফোরামের সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন। রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সফিউল আলম বলেন, ‘আলোচনায় এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

মন্তব্যসাতদিনের সেরা