kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে আগুন

গাইবান্ধা প্রতিনিধি   

৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাইবান্ধা শহরের সার্কুলার রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে গতকাল শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০টি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। এ ছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ জানায়, স্থানীয় লোকজন গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা বিএনপি কার্যালায়ের ভেতরে আগুন জ্বলতে দেখতে পায়। তারা গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল রাত ৮টায় গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, কিছু প্লাস্টিকের চেয়ার ছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিএনপির কার্যালয়ের ভেতর থেকে একটি পুড়ে যাওয়া বোতল পাওয়া গেছে। বোতলটি পুড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে ছিল। ওই বোতলে সম্ভবত কেরোসিন কিংবা পেট্রলজাতীয় পদার্থ ছিল বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা