সদ্যঃপ্রয়াত আলোকচিত্রী ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের নামে একটি ফাউন্ডেশন গঠনের ঘোষণা দিয়েছে তাঁর পরিবার। এর নাম হবে ‘আনোয়ার হোসেন ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশন শিল্পীর আলোকচিত্র, রচনা ও সাক্ষাৎকারসহ বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণের কাজ করবে।
গতকাল শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেনের দুই ছেলে আকাশ হোসেন ও মেঘদূত হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর ভাই আলী হোসেন বাবু, বিশিষ্ট চলচ্চিত্র সংসদকর্মী ও আনোয়ার হোসেনের বাল্যবন্ধু হাশেম সূফী, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চলচ্চিত্রকার রাজীবুল হোসেন, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন, আইনজীবী সুরাইয়া সুমি, তরুণ চলচ্চিত্রকার অদ্রি হৃদয়েশ প্রমুখ।
মন্তব্য