kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

পিইসি তুলে দিতে সমর্থন দুই মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   

১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপিইসি তুলে দিতে সমর্থন দুই মন্ত্রীর

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা তুলে দেওয়ার দাবি অভিভাবকদের। আর তাতে গতকাল রবিবার সরাসরি সমর্থন দিয়েছেন দুই মন্ত্রী। পিইসি পরীক্ষার প্রথম দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে এসংক্রান্ত অভিমত জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

সূত্র জানায়, পিইসি পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকরা মন্ত্রীদের উপস্থিতি দেখে তুলে ধরেন তাঁদের ভোগান্তি ও উদ্বেগের কথা। বর্তমানে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) নামের দুটি পরীক্ষায় বসতে হয়, যা ছোট শিশুদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। তখন মন্ত্রীরা বিষয়টি বিবেচনা ও অষ্টম শ্রেণি পর্যন্ত একটি পরীক্ষা নেওয়ার ব্যাপারে মত দেন।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, ‘প্রাথমিক ও অষ্টম শ্রেণি পর্যায়ে শুধু একবার সমাপনী পরীক্ষা নেওয়ার জন্য অভিভাবকরা বলে আসছেন। সেটা আমরা বিবেচনায় নিয়েছি। তবে এ বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিতে হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এটা হতে পারে। জাতীয় সংসদের নির্বাচন হবে ৩০ ডিসেম্বর। তবে ১ জানুয়ারিতে নতুন বই পাবে প্রাথমিক শিক্ষার্থীরা। নির্বাচনের জন্য বই পাওয়াতে কোনো অসুবিধা হবে না।’

সেগুনবাগিচায় একাধিক কেন্দ্র পরিদর্শন শেষে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘জাতীয় শিক্ষানীতি অনুসারে আগামী বছর থেকেই পিইসি পরীক্ষার পরিবর্তে শুধু জেএসসি পরীক্ষা নেওয়া হতে পারে। পিইসি পরীক্ষার জন্য একটি ছোট্ট শিশুকে যেভাবে পরিশ্রম

করে প্রস্তুতি নিতে হয়, তা সত্যি ভাবার বিষয়। বিষয়টি শুধু ছোট্ট শিশুটির জন্যই ভীতিকর নয়, এটি তাদের অভিভাবকদের জন্যও উদ্বেগের।’

কেন্দ্র পরিদর্শনের সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সঙ্গে ছিলেন সচিব আকরাম আল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ। আর সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ছিলেন যুগ্ম সচিব ও সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এ টি এম নাসির মিয়া প্রমুখ।

মন্তব্য