kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

#মি টু সমর্থনে মানববন্ধন

যৌন নিপীড়ন ঠেকাতে সোচ্চার হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক   

১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযৌন নিপীড়ন ঠেকাতে সোচ্চার হওয়ার আহ্বান

গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘#মি টু মুভমেন্ট বাংলাদেশ’ আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। ছবি : কালের কণ্ঠ

লজ্জায়, ভয়ে মুখ লুকিয়ে থাকলে যৌন নিপীড়করা আরো অন্যায় করার সুযোগ পাবে; তাই নিপীড়িতদের মুখ খোলার আহ্বান এসেছে #মি টু আন্দোলনে সংহতি জানিয়ে আয়োজিত মানববন্ধন থেকে। একই সঙ্গে যৌন নিপীড়ন ঠেকাতে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানানো হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মি টু মুভমেন্ট বাংলাদেশ’ আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। আগামীকাল রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন উদ্যোক্তরা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা, বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরামের সভাপতি মমতাজ বিলকিস, নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা সোমা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমিন রিনভী, নিউজ টোয়েন্টিফোরের যুগ্ম বার্তা সম্পাদক আঙ্গুর নাহার মন্টি, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম প্রমুখ।

বিভিন্নজনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার প্রসঙ্গ তুলে নাসিমুন আরা বলেন, ‘কেউ আছেন অনেক ধনী, কেউ অনেক বড় মেধার, সমাজে তাঁর অনেক অবদান। কিন্তু তাঁর যতই অবদান থাক, যতই গুণী হোক, তিনি কোনো নারীর ওপর নির্যাতন চালালে তাঁর বড়ত্বের কোনো মূল্য থাকে না। এই ধরনের অনাচার, অপরাধের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমরা যদি লজ্জায় মুখ লুকিয়ে থাকি, তাহলে আপরাধীরা অন্যায় করে যাওয়ার সুযোগ পাবে। সে জন্য আমাদের মুখ খুলতে হবে।’

মমতাজ বিলকিস বলেন, ‘#মি টু’ পুরুষবিরোধী কোনো আন্দোলন নয়। এটা সমাজকে ‘কীটমুক্ত’ করার আন্দোলন।

মন্তব্যসাতদিনের সেরা